মুখে লম্বা দাড়ি নিয়ে সাকিবের সেল্ফি,অনেকেই বলছেন নীরব প্রতিবাদ
একুশে জার্নাল
এপ্রিল ২৬ ২০১৯, ২০:১২

একুশে জার্নাল
মাহবুব হুসাইনঃ মুখ ভর্তি লম্বা দাড়ি, গাড়িতে বসে আছেন তিনি। এই অবস্থায় একটি সেলফি তুলে ফেসবুকে ‘জুমা মুবারক’ জানিয়েছেন বিশ্বের সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ক্রিকেট তারকার কোন পোস্ট মানেই তা ভাইরাল। এটার বেলাও ঠিক তাই হয়েছে। তবে এই ছবি পোস্ট করে রীতিমত প্রসংশায় ভাসছেন সাকিব্। ছবিটি যে এডিট তা তার ফেসবুক পেজে কিছুটা নিচে গেলেই বোঝা যায়। কারন সেখানে গত ১৫ এপ্রিলের পোস্ট করা একটি ছবিতে তাকে প্রায় দাড়ি বিহীন অবস্থায় দেখা যাচ্ছে। তাহলে প্রশ্ন কেন তিনি এরকম করলেন, অনকেই মন্তব্য করে বলছেন যে সম্প্রতি বিবিসি,তে দাড়িকে নিয়ে কটুক্তি করায় তিনি এটা দ্বারা নীরব প্রতিবাদ জানিয়েছেন। ছবিটি নিয়ে আলোচনা সমালোচনা করছেন অনেকেই। তবে অধিকাংশ মানুষ তার এই ছবিতে প্রশংসাই করছেন। তার ফেসবুক পেজ থেকে কিছু কমেন্ট হুবহু তুলে ধরা হলো,,,,,,,,,
মুহাঃঅলিউল্লাহ নামে একজন লিখেছেন,,,“এভাবে আপনাকে দেখার অপেক্ষায় রইলাম।আল্লাহ আপনাকে দ্বীনের জন্য কবুল করুক”
অলি উল্লাহ নকিব নামে একজন লিখেছেন,,,,,“হোক নকল দাড়ি, এটাকে প্রতিবাদ হিসেবে দেখি।
Md Aminul islam Roman লিখেছেন,,,,“অনেকে নেগেটিভ মন্তব্য করছেন দেখলাম, এমন হতে পারে যে সাম্প্রতিক কালে বিবিসি,তে দাড়িকে যে কুকুরের লোমের চেয়ে বেশী জীবাণু বহন করে বলে যে রিপোর্ট পেশ করেছে তার প্রতিবাদ হতে পারে”
Manjur Ahmad লিখেছেন,,,,,,,,“এটা একটা প্রতিবাদী ছবি”
JB jubaer লিখেছেন,,,,,,,,,,“নিরব প্রতিবাদ করলেন সাকিব আল হাসান, কিছুদিন আগে বিবিসি,তে একটি নিউজ প্রকাশিত হয়। সেখানে বলা হয় কুকুরের লোম থেকে দাড়িতে বেশি জীবানু হতে পারে। একজন মুসলমান হিসেবে সাকিব আল হাসান এই সংবাদের প্রতিবাদ হিসেবে এমন ছবি নিজস্ব পেজ হতে পোস্ট করেছেন।
এছাড়া অনেকে সমালোচনাও করেছেন , যেমন,,,,,
Saad Muhammad Sunny লিখেছেন,,,“দাড়ি নিয়ে মশকারী?
Ripon Ahmed লিখেছেন,,“ দাড়ি নিয়ে ফাইজলামি করা ঠিক নয়।
তবে মজার বিষয় এত আলোচনা সমালোচনার পরও সাকিব আল হাসান এখনো এই বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি।