মুখবন্ধ -বনশ্রী বড়ুয়া
একুশে জার্নাল ডটকম
জুলাই ১০ ২০১৯, ১৯:১৭
এটা কি সেই ফাতেমার লাশ?
ছিঁড়ে খাবলে খেয়ে,
গলা টিপে বন্ধ করেছে শ্বাস?
ছ’বছরের পূজার ক্ষত বিক্ষত বস্তা বন্দি দেহ,
সারা বাংলায় এতো খুঁজি তারে,
খোঁজ তার জানে কি কেহ?
ন’মাসের ছোট্ট যাদু জানে,যোনি মানে কি?
মাংস খেকো হায়েনার দল!
পরিচয়ে তোরা মানুষ! ছি….ছি…!!
কতটুকু রক্ত গড়ালে বেঁচে যাবে তনু-নুসরাত?
কতটা মাংস খাবলে খেলে
থেমে যাবে পিশাচী হাত?
কত মাংস আগুনে পোড়ালে
শশ্মানে যাওয়া হবে বন্ধ?এত ধর্ষণ! এত রক্ত!
তবু বিচার কেন বন্ধ?
জন্মক্ষণে মৃত্যু সনদ!এই কি কন্যার অধিকার?
ধর্ষিতা নামে ফিরবে ঘরে কন্যা, এটায় কি তবে
ন্যায় বিচার?
কখনো শ্যামল কখনো পরিমল,
সিরাজ কিংবা মিরাজ…
এত ব্যভিচার!এত হত্যা!তবু তোদের কন্ঠই দরাজ!!
রন্ধ্রে রন্ধ্রে পাপের খেলা,খেলছে রক্তের হোলি,
সালমার মত অজস্র শিশু আজ
হচ্ছে পৈশাচিক বলি।
চেতনাহীন মুন্ডুগুলো বাঁচে উঁচু করি শির,
তোরাই হলি রাজা বাহাদুর
এই সমাজের বীর!