মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিআর দত্ত আর নেই
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২৫ ২০২০, ১৪:০০
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মেজর জেনারেল (অবঃ) বীর উত্তম চিত্ত রঞ্জন দত্ত (সিআর দত্ত) আর নেই।
মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থানীয় সময় সাড়ে ৯টায় মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। গত শুক্রবার গোছলখানায় পড়ে গিয়ে সি আর দত্তের এক পা ভেঙে যায়। তাকে দ্রুত ফ্লোরিডার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শংক শুভ্র রায়।
সিআর দত্ত মুক্তিযুদ্ধের সময় ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়াও হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা ছিলেন। সিআর দত্তের ১ ছেলে ও ৩ কন্যা সন্তান রয়েছে।