মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা
একুশে জার্নাল
ডিসেম্বর ১১ ২০১৮, ১১:১০
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার খবর পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার ঘটনাও ঘটেছে। তবে হামলায় ফখরুলকে বহনকারী গাড়ি অক্ষত রয়েছে।
১১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগ চলার সময় এই হামলার ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর জানান, গাড়িবহরে হামলা হলেও মির্জা ফখরুল অক্ষত রয়েছেন। তার গাড়িতে কোনো হামলা হয়নি। দুই-তিনটা গাড়ি ভাঙচুর করা হয়েছে।
তবে হামলা কারা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। প্রিয়.কমকে ওসি বলেন, ‘বিষয়টি তদন্তসাপেক্ষে বলা যাবে।’
মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী কৃষিবিদ ইউনুস আলী বলেন, ‘নির্বাচনি গণসংযোগে বেগুনবাড়ি এলাকায় পৌঁছালে স্যারের গাড়িবহরে হামলা করে যুবলীগ ও ছাত্রলীগ।’
ইউনুস আলী অভিযোগ করেন, স্থানীয় গণি চেয়ারম্যানের নেতৃত্বে এই হামলা হয়। এ সময় পাঁচ থেকে ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।