মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল বলে রায় দিয়েছে কোর্ট
একুশে জার্নাল
ডিসেম্বর ০৬ ২০১৮, ০৯:৩৪
এবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।
বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আদেশের পর মনোনয়নপত্র জমা নিয়ে তা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।
এর আগে মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ। একই সঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ইসির আপিল নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।