মিরপুরে বস্তিতে আগুন (ভিডিও)
একুশে জার্নাল
আগস্ট ১৬ ২০১৯, ২১:৪২
ফাইল ফটো
৯আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ টি ইউনিট কাজ করছে
রাজধানীর মিরপুর ৬ এবং ৭ নম্বরে মধ্যবর্তী চলন্তিকা মোড়ে একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ টি ইউনিট কাজ করছে।
সেখানে কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৭ টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
রুপনগর থানার ইনস্পেক্টর (তদন্ত) গোলাম রাব্বানি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
“অগ্নিকাণ্ডের সঠিক কারণ ফায়ার সার্ভিস তদন্ত করে বলতে পারবে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি”, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন আগুনে বস্তির প্রায় ১০০ টি ঘর পুড়ে গেছে। তবে ঈদুল আজহার ছুটির কারণে সেখানে কেউ ছিলেন না।
ভিডিও দেখতে ক্লিক করুন


