মিরপুরে আরাফাত সানির ঘূর্ণি বিষ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১১ ২০১৯, ১৮:৪০

১২২.৫ ওভার ব্যাটিং করে চট্টগ্রাম বিভাগ অলআউট হয়েছে ২৯০ রানে। তামিম ইকবাল ৩০ আর মুমিনুল হক সাজঘরের পথ ধরেন ১১ রান করেই। তবে তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামা সাদিকুর রহমান তুলে নেন হাফসেঞ্চুরি (৫১)।

আর পাঁচ নাম্বারে নেমে দারুণ এক ইনিংস খেলেন তাসামুল হক। দুর্ভাগ্য তার, মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। ঘূর্ণিতে আতঙ্ক ছড়ানো আরাফাত সানির বলেই বোল্ড হয়েছেন ৯০ রানে। ২৪৯ বলে গড়া তাসামুলের ধৈর্য্যশীল ইনিংসে ছিল ৭টি বাউন্ডারির মার।

৮৭ রান খরচায় ৬টি উইকেট নেন ঢাকা মেট্রোর স্পিনার আরাফাত সানি। এছাড়া জাতীয় দলের তারকা মাহমুদউল্লাহ রিয়াদও পান ৩টি উইকেট।

জবাব দিতে নেমে ২ উইকেটে ৬৬ রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা মেট্রো। সাদমান ইসলাম ৬ আর রাকিন আহমেদ ৮ রান করে আউট হয়েছেন। শামসুর রহমান শুভ ২৬ আর মার্শাল আইয়ুব ২১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।