মিথ্যা মামলায় গ্রেফতার মুন্নার জামিন মঞ্জুর
একুশে জার্নাল
নভেম্বর ২২ ২০২২, ১৯:১১
সিলেটে মিথ্যা চাঁদাবাজির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্নার (৩৫) জামিন মঞ্জুর করেছেন সিলেট ম্যাজিস্ট্রেট আদালত-২।
সোমবার সিলেট ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সুমন ভূইয়া এই জামিন আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে সাতটায় মামলার বাদী ভাটেরা ইউপি চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলামের উপস্হিতিতে তাঁকে গ্রেপ্তার করে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
মুন্না কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকের গ্রামের বাসিন্দা মোঃ হিরা মিয়ার ছেলে ও ফিনল্যান্ড প্রবাসী। বর্তমানে সাজ্জাদুর রহমান মুন্নার সিলেটের শাহপরান থানার শিবগঞ্জের সোনাপাড়া এলাকায় বসবাস করছেন।