মিডিয়াকে মাদরাসার মতোই লালন করতে হবে, হতে হবে চেতনাশীল সাংবাদিক -শিকড়ের কর্মশালায় মাওলানা শরীফ মুহাম্মদ
একুশে জার্নাল
এপ্রিল ১৮ ২০১৯, ২১:২৩
ইলিয়াস সারোয়ার:
বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৷ যে কোন ঘটনা মুহুর্তেই ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে ৷ গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে মানুষের চিন্তা-চেতনাকে ৷ তাই দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করার উদ্দেশ্যে সাংবাদিকতার কোন বিকল্প নেই ৷
ময়মনসিংহের শিকড় সাহিত্য মাহফিল আয়োজিত লেখালেখি কর্মশালায় আজ প্রশিক্ষক হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রথিতযশা সাংবাদিক, ইসলাম টাইমস সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ ৷ মাওলানা লাবীব আব্দুল্লাহ এর সঞ্চালনায় মারকাযুল বয়ান জামতলা, ময়মনসিংহে অনুষ্ঠিত এ কর্মশালায় তিনি “গণমাধ্যম: বর্তমান ও আমাদের দায়” বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশে অত্যন্ত সারগর্ভ আলোচনা পেশ করেন ৷
তিনি বলেন- একেকটি মিডিয়া একেকটি মাদরাসার মতোই ৷ মিডিয়াকে মাদরাসার মতোই লালন করতে হবে ৷ মাদরাসা চালু রাখার জন্যে পূণ্যের উদ্দেশ্যে যেরকম অর্থ ব্যয় করা হয় মিডিয়ার জন্যেও এমন করতে হবে ৷ একটি মিডিয়া প্রতিষ্ঠা করে থেমে গেলে তো চলবে না ৷ তাই পূর্ণ প্রস্তুতি নিয়েই মিডিয়া প্রতিষ্ঠা করতে হবে ৷ দশ-পনের লাখ টাকা হাতে নিয়ে ময়দানে নামতে হবে ৷ দানশীল ব্যক্তিদের সহযোগিতার জন্য তাদের কাছে যেতে হবে ৷
তিনি আরও বলেন, মিডিয়ায় নিয়মতান্ত্রিক কাজ করে যেতে হবে ৷ খেয়াল রাখতে হবে, কাজ যেন হয় নিজেদের চেতনার পক্ষে ৷ অল্প কিছু টাকার জন্য ইসলামবিরোধী পক্ষের সাংবাদিক হয়ে যাওয়ার চেয়ে সাংবাদিকতা না করা হাজার গুণ উত্তম ৷ হতে হবে চেতনাশীল সাংবাদিক ৷
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনলাইন সাংবাদিকতার জন্য নিউজ রি-রাইট করা শিখতে হবে ৷ রি-রাইট করার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে যুৎসই শব্দ পরিবর্তন করে নিউজ আপ করতে হবে ৷ নিউজটিকে আরও আপডেট করার চেষ্টা থাকতে হবে ৷ ফোন করে খোঁজ খবর নিয়ে নিউজে আপডেট তথ্য যোগ করতে হবে ৷ নিউজ লেখার ক্ষেত্রে নিরাপত্তা জ্ঞান থাকা আবশ্যক ৷
তিনি আরও বলেন, অনলাইন সাংবাদিকতার জন্য কম্পিউটার চালানোর দক্ষতা প্রয়োজন ৷ সুকৌশলে দায়িত্বশীল ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে হবে ৷ ঝুঁকিপূর্ণ সাক্ষাৎকারের রেকর্ড রাখতে হবে ৷ নিয়মিত সব নিউজে চোখ রাখতে হবে ৷ ফেসবুক, টুইটার, ব্লগের নিউজগুলোকে সূত্র হিসেবে ধরে যাচাই করে নিউজ আপ করতে হবে ৷ দেশ, ইসলাম, মাদরাসা, স্বাস্থ্য, জনসচেতনতাসহ শত শত বিষয় আছে আশপাশে ৷ নিউজযোগ্য বিষয়গলো খুঁজে বের করে সৃজনশীলতার সঙ্গে নিউজ করতে হবে ৷ নিজেদের ঝগড়া নিয়ে মাতামাতি করা যাবে না ৷ একা একা কাজ করে অতটা সফল হওয়া যায় না ৷ তাই টিম করে কাজ করতে হবে ৷ এভাবে কাজ করতে থাকলে একসময় সফলতার আশা করা যায় ৷