মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১১ ২০২০, ১২:১০
এম.জহিরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানা যায়, বৃহস্পতিবার (১০ শে আগস্ট) রাত ৮ ঘটিকার দিকে কিশোরী দোলনা কে তার মা যে কোন একটি কারণে শাসন করেন।পরে কিশোরী অভিমানে মায়ের সামনে থেকে চলে যান।
এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে বাড়ির পার্শ্বে একটি পরিত্যক্ত ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
মৃত কিশোরী দোলনা বেগম রাজগাতী ইউনিয়নের বিলভাদেরা গ্রামের মো. মফিজ উদ্দিনের মেয়ে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে থানায় নিয়ে আসে।