মাহে রমযানে হালুয়াঘাটের বিভিন্ন স্থানে চলছে কুরআন শিক্ষা কোর্স
একুশে জার্নাল
মে ০৭ ২০১৯, ২২:৫৯

আবির আবরার:
পবিত্র মাহে রমযান উপলক্ষে ময়মনসিংহ জেলাধীন হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে চলছে কুরআন শিক্ষা কোর্স ৷ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে পরিচালিত হচ্ছে নানা মেয়াদী এ কুরআন শিক্ষার কোর্সগুলো ৷
হালুয়াঘাটের নতুন বাসস্ট্যান্ডে অবস্থিত মারকাযুল খিদমাহ আল-ইসলামিয়্যাহ ‘র উদ্যোগ ও সহযোগিতায় কয়েকটি প্রতিষ্ঠানে সকাল, দুপুর ও সন্ধ্যারাতে শুরু হয়েছে ২৫ দিনব্যাপী কুরআন শিক্ষা কোর্স ৷
মারকাযুল খিদমাহ আল-ইসলামিয়্যাহ ‘র মূল কেন্দ্রে চলছে দুটি কুরআন শিক্ষা কোর্স ৷ সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত একটি আর অন্যটি চলছে সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ৷ কোর্স দুটিতে নিয়মিত পাঠদান করছেন করছেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মুফতী ইলিয়াস সারোয়ার ৷
এছাড়াও হালুয়াঘাট বায়তুচ্ছালাম কাচারী জামে মসজিদে ইত্তেফাকুল উলামা মোমেনশাহীর উদ্যোগ ও মারকাযুল খিদমাহ আল-ইসলামিয়্যাহ ‘র সহযোগিতায় চালু হয়েছে পবিত্র কুরআন শিক্ষা কোর্স ৷ এটিতেও পাঠদান করছেন মুফতী ইলিয়াস সারোয়ার ৷ সহযোগী হিসেবে থাকছেন মারকাযুল খিদমাহ আল-ইসলামিয়্যাহ ‘র শরহে বেকায়া জামাতের ছাত্র হাফেজ মুকতাদির হাসান মাহমুদ ৷
হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মসজিদে নূরে পূর্ব থেকেই চলছিল কুরআন শিক্ষার কোর্স ৷ মাহে রমজান উপলক্ষে আরও কিছু নতুন শিক্ষার্থী যোগ দিয়েছে এ কোর্সে ৷ কোর্সটি পরিচালনা করছেন উক্ত মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম ৷
হালুয়াঘাট নতুন বাসস্ট্যান্ড জামে মসজিদে ইত্তেফাকুল উলামা মোমেনশাহীর উদ্যোগে শুরু হয়েছে কুরআন শিক্ষা কোর্স ৷ এটির পরিচালনায় রয়েছেন সংগঠনটির থানা শাখার সাংগঠনিক সম্পাদক ও মসজিদটির ইমাম হাফেজ মাওলানা তাজুল ইসলাম বাশার ৷
হালুয়াঘাটের গোবরাকুড়া গ্রামে অবস্থিত অনগ্রসর শিশুদের এগিযে নেয়ার প্রতিষ্ঠান একমাত্রা ডাচ বাংলা ব্যাংক একাডেমিতেও শুরু হয়েছে পবিত্র কুরআন শিক্ষার কোর্স ৷ সপ্তাহে ৩ দিন ক্লাস চলছে সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত ৷ এতে শিক্ষক হিসেবে আছেন জামিয়া হোসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইল ও জামিয়া হোসাইনিয়া আদর্শ মহিলা মাদরাসার শিক্ষক মুফতী ইলিয়াস সারোয়ার ৷
ইত্তেফাকুল উলামার উদ্যোগে সকল ইউনিয়নে একাধিক কুরআন শিক্ষা কোর্স চালু হওয়ার কথা জানা গিয়েছিল সংগঠনটির সর্বশেষ স্থানীয় মিটিঙে ৷ তবে কোথায় কোথায় এমন কুরআন শিক্ষা কোর্স শুরু হয়েছে এ বিষয়ে জানতে চাইলে কোন তথ্য দিতে পারেননি ইত্তেফাকুল উলামার স্থানীয় কমিটির সম্পাদক মাওলানা মোঃ ইউনুস ৷ তবে অন্য কয়েকজন জনসাধারণের কাছ থেকে জানা যায় যে, উত্তর বাজার (ধানহাটা) জামে মসজিদে বেশ কিছু দিন আগে থেকে একটি কুরআন শিক্ষা কোর্স চলছে ৷ তবে এটি ইত্তেফাকুল উলামার উদ্যোগ ও সিলেবাসে নয় ৷
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম বাশার জানান, যোগাযোগহীনতার কারণে কতগুলো কেন্দ্রে কুরআন শিক্ষা চলছে তা তাৎক্ষণিকভাবে তথ্য দেয়া সম্ভব নয় ৷ তবে কয়েক দিনের মধ্যে সবার সঙ্গে যোগাযোগ করে তিনি জানাতে পারবেন বলে জানান তিনি ৷
তিনি আরও বলেন, সংগঠনের মিটিঙে একটি শিক্ষক প্রশিক্ষণ হওয়ার কথা থাকলেও দায়িত্বশীলদের নীরবতায় তা আর হয়নি ৷ যে কারণে হয়ত এ বছর তুলনামূলক কম হবে কুরআন শিক্ষা কোর্স ৷
ধারা বাজার জামে মসজিদেও ইত্তেফাকুল উলামার উদ্যোগে চালু করা হয়েছে কুরআন শিক্ষা কোর্স ৷ এখানে পড়াচ্ছেন হাফেজ গোলাম মাওলা জিহাদী ৷ হাফেজ মাওলানা মুস্তাকীম বিল্লাহ স্ব উদ্যোগে একটি কুরআন শিক্ষা কোর্স চালু করেছেন কৈচাপুর দাখিল মাদরাসায় ৷ সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ক্লাস ৷ ২০ দিনের কোর্স। ইসলামী আকিদা ও বাতিল ফেরকা বিষয়েও গুরুত্ব সহকারে পাঠদান করছেন তিনি ৷
গত বছরের চেয়ে কম কোর্স অনুষ্ঠিত হবার সম্ভাবনা থাকলেও বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ ব্যক্তি ও মসজিদের ইমামগণের উদ্যোগে চালু হয়েছে বিভিন্ন মেয়াদী কুরআন শিক্ষা কোর্স ৷ এভাবেই পরিচালিত হচ্ছে হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নানা মেয়াদী পবিত্র কুরআন শিক্ষা কোর্স ৷