মাহে রমজানে খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য হ্রাসসহ ৭দফা দাবী ইসলামি ছাত্র আন্দোলনের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০২ ২০২২, ২২:২০

মাহে রমজানে খাদ্যে ভেজাল রোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ন্যায্যমূল্য নিশ্চিত, পুঁজিবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, পোশাক-পরিচ্ছদ, বিলবোর্ড ও গণমাধ্যমে নারীর নেতিবাচক উপস্থাপনা বন্ধ সহ ৭ দফা আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম।

আজ ২ সেপ্টেম্বর ২০২২ শনিবার বিকেলে রাজধানীর হাউজ বিল্ডিং চত্ত্বরে রমজানকে আহ্বান জানিয়ে স্বাগত মিছিলে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একটি চক্র রমজান মাসে ইবাদত বন্দেগীতে লিপ্ত মুসলিমদের জুলুমের শিকার বানায়, তারা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিরতা তৈরি করে। পবিত্র মাসে অশ্লীলতা ছড়িয়ে শৃঙ্খলিত মুমিনদের অপবিত্র করে। এ কারণে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিরোধ করতে দেশব্যাপী মিছিল, জেলা ও উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদানপূর্বক উদ্যোগ গ্রহণে আহ্বান জানিয়েছে। ৭দফা আহ্বান হলো:—

১. আল-কুরআনুল কারীম পড়ুন, অনুধাবন করুন। এর আলোকে জীবন ও সমাজ গঠনে শিক্ষার সর্বস্তরে আল-কুরআনের শিক্ষা বাধ্যতামূলক করুন।

২. খাদ্যে ভেজাল রোধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের নায্যমূল্য নিশ্চিত করুন। পুঁজিবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন।

৩. দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন।

৪. ঈদ পোষাকে পাশ্চাত্য ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিকে না বলুন।

৫. পোশাক-পরিচ্ছদ, বিলবোর্ড ও গণমাধ্যমে নারীর নেতিবাচক উপস্থাপনা বন্ধ করুন।

৬. সাম্য ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় এবং সম্পদ পরিশুদ্ধকরণে নিয়মিত যাকাত ও সদকা আদায় করুন।

৭. সাম্রাজ্যবাদী আগ্রাসনে বিশ্বব্যাপী মুসলিমসহ সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন।

স্বাগত মিছিলে এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী, দাওয়াহ সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, তথ্য ও গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, দফতর সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ মাহবুব হোসেন, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, অর্থ ও কল্যাণ সম্পাদক শিব্বির আহমাদ, মাদরাসা সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুলতান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান সহ ঢাকা মহানগর ও ঢাকাস্থ শিক্ষা প্রতিষ্ঠান শাখাসমূহের নেতৃবৃন্দ।