মাহমুদ কুরাইশিকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছে ইমরান খানের দল
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১০ ২০২২, ১৭:৫৯

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে শাহ মাহমুদ কুরাইশিকে মনোনীত করেছে। ইতোমধ্যে পার্লামেন্টে মনোনয়নপত্রও জমা দিয়েছে দলটি। অন্যদিকে পিএমএল-এন (মুসলিমলীগ-এন) এর সভাপতি ও সম্মিলিত বিরোধী দলের প্রার্থী শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (১১ এপ্রিল) দুপুর ২টায় সংসদের প্রধানমন্ত্রী নিয়োগের জন্য পার্লামেন্টে অধিবেশন ডাকা হয়েছে।
পার্লামেন্টে মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে বিকেল সাড়ে ৪টায়।
সূত্র: ডেইলি জং