মাহফুজুল হকের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবেনা -মুসা
একুশে জার্নাল
ডিসেম্বর ০৪ ২০১৮, ১৪:০০
জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেট এর প্রিন্সিপাল বাংলার সিংহপুরুষ আল্লামা হাবীবুর রহমান রাহ.’র তনয় মাওলানা সামীউর রহমান মুসা এক বিবৃতিতে বলেন টঙ্গি ইজতেমা মাঠে নিরিহ মাদ্রাসা ছাত্রদের উপর হামলাকারী খুনি চক্র কর্তৃক শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রাহ. এর সাহেবজাদা, ঢাকা জামেয়া রহমানিয়ার প্রিন্সিপাল তারুন্যে চেতনার বাতিঘর মাওলানা মুফতী মাহফুজুল হকের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও হুমকী ধমকীর তিব্র নিন্দা জানিয়ে বলেছেন তার বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবেনা।
বিবৃতিতে তিনি বলেন, এ দেশের কোটি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা আজিজুল হক রাহ. ও তার পরিবারের সাথে এ দেশের আপামর জনতার আত্মার সম্পর্ক বাংলার সিংহপুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রাহ. এর স্নেহধন্য মুফতী মাহফুজুল হক এর কিছু হলে শায়খুল হাদীস রাহ. ও প্রিন্সিপাল রাহ. এর রুহানী সন্তানেরা নিরব থাকবেনা।
তিনি আগুন নিয়ে খেলার পরিনতি শুভ হবেনা উল্লেখ করে বলেন, কওমি অঙ্গনের সংযম ধারণকে কেউ দূর্বলতা ভাববেন না। সকল প্রকার ষড়যন্ত্র থেকে বিরত থাকাই হবে সবার জন্য কল্যানকর।