মাস্টার আহমদ আলীর ইন্তেকালে লন্ডন মহানগর খেলাফত মজলিসের শোক প্রকাশ
একুশে জার্নাল
মার্চ ২৭ ২০২০, ১৯:৩২

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সাবেক সেক্রেটারি ,লন্ডন মহানগর খেলাফত মজলিসের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ-এর পিতা মাস্টার আহমদ আলী অদ্য দুপুর ১টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
লন্ডন মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।উল্লেখ্য হাজি মাস্টার আহমেদ আলীর বাড়ি মোলভীবাজর জেলার জেলার কুলাউড়া ও উনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভুগতে ছিলেন ।
আজ শুক্রবার বাদ আছর মরহুমের নিজ বাড়ি (লালারচক,নমৌজা,কুলাউড়া,মৌলভী বাজার) সংলগ্ন মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আল্লাহ্ পাক মরহুমের গোনাহ মাফ করে দিয়ে আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় দান করুন। আমীন।।