মাস্ক না পরায় মাধবপুরে ৮ জনকে জরিমানা
একুশে জার্নাল ডটকম
জুন ১০ ২০২০, ২৩:৫৯
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরে হাটবাজারে ঘোরাফেরা করায় ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) মাধবপুর বাজারের বিভিন্ন মোড় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার। এ সময় ৮ জনকে বিভিন্ন অঙ্কে ৪৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার বলেন, স্বাস্থ্যবিধি অমান্য করে হাটবাজারে মাস্ক না পরে ঘোরাফেরা করায় ৮ জনকে জরিমানা করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।