মাস্ক না পরলে ৬ মাসের জেল ও লাখ টাকা জরিমানা 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ৩১ ২০২০, ১৪:০০

মোঃ উজ্জ্বল (নিজস্ব) প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রামণের এ সময় মাস্ক না পরে বের হওয়া বেআইনি বলে জানিয়েছ স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার সন্ধ্যায় এক সার্কুলারে এ তথ্য জানায় তারা।

এতে বলা হয়, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে বের হলে ৬ মাসের জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দন্ডিত হতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সার্কুলারে আরো বলা হয়,এ ছাড়া আদেশ অমান্য করার কারণে একই ব্যক্তি আরো তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার দন্ডে পড়তে পারেন।

রবিবার থেকে দীর্ঘ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে সরকারি – বেসরকারি অফিস। সোমবার চালু হবে গণপরিবহনও। সরকারে পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাস্ক পরা,সামাজিক দূরত্ব বজায় রাখা,জীবাণুনাশক ব্যবহার ইত্যাদি।

সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া অন্যান্য যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়লে হবে দেশের নাগরিকদের।

গণপরিবহন চালু হলেও রাত ৮ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও সার্কুলারে জানানো হয়।