মাস্ক ছাড়া কোনো জায়গায়ই সেবা দেয়া হবে না
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০২ ২০২০, ১৯:১২
মাস্ক ছাড়া অফিস আদালত গণপরিবহনসহ কোনো জায়গায়ই সেবা দেয়া হবে না। এ জন্য নো মাস্ক নো সার্ভিস নির্দেশনা মানতে সব দপ্তরকে চিঠি দেয়া হয়েছে।
সোমবার এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে দাবি করেন, লকডাউন দেয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী বছর বাৎসরিক ছুটি মধ্যে সাধারণ ছুটি ১৪দিন। ঐচ্ছিক ছুটি মুসলানদের ৫ দিন, হিন্দু সম্প্রদায়ের ৮ দিন এবং বৌদ্ধ খ্রিষ্টানসহ অন্যানদের ৫ থেকে ৮ দিন পর্যন্ত ছুটি দেয়া হয়েছে।