মাস্ক কাণ্ড: ৩ দিনের রিমান্ডে অপরাজিতার মালিক শারমিন
একুশে জার্নাল ডটকম
জুলাই ২৫ ২০২০, ১৮:২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিম্নমানের মাক্স সরবরাহের মামলায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। তাকে ৩ দিনের রিমান্ড চেয়েছিল ডিবি পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ২৩ জুলাই শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়।