মাসব্যাপী বাংলা বাড়ি’র ২০তম ব্যাচের কোর্স শুরু হবে ১৮ জানুয়ারি

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৬ ২০১৯, ০৯:৫৯

হাবীব আনওয়ার

মা’হাদুল লুগাহ ওয়াদ দাওয়াহ (ভাষা ও দাওয়াহ ইনস্টিটিউট) এর অধীনে প্রমিত উচ্চারণ, ভাষা-সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান “বাংলা বাড়ি”র ২০তম ব্যাচ আগামি ১৮ জানুয়ারি, শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে।

হাটহাজারী নূর মসজিদের দক্ষিণ বিল্ডিং আল হাবীব ম্যানসনের ২য় তলায় অবস্থিত বাংলা বাড়ি মিলনায়তনে প্রতিদিন সকাল ৬:৪৫ -৮টা ও সন্ধ্যা ৬-৮টা দৈনিক দু’টা ব্যাচে পড়ানো হবে।

মাতৃভাষায় ইসলাম চর্চা, বিশুদ্ধ ভাষায় ইসলামের দাওয়াত এবং মিডিয়ায় নিজেদের উপস্থিতি সুদৃঢ় করতে কোর্সে
পড়ানো হবে:
* প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, বক্তৃতা ও প্রবন্ধপাঠ প্রথম ১০দিন।
* লেখালেখির নিয়ম-কানুন, রোজনামচা, বানানচর্চা, বিরামচিহ্নের পরিচিত-প্রয়োগ ২য় ১০দিন
* সংবাদ-সাংবাদিকতা, প্রতিবেদন, হাল যামানার সংবাদপত্র-সাংবাদিকতা শেষ ১০দিন।

কোর্স ফি : ১হাজার টাকা

প্রশিক্ষণ দিবেন, মাওলানা ইশতিয়াক সিদ্দিকী, নির্বাহী সম্পাদক আলোকিত মিডিয়া ও রিপোর্টার আওয়ার ইসলাম।

যোগাযোগ: ভাষা ও দাওয়াহ ইনস্টিটিউট।
নূর মসজিদের দক্ষিণ বিল্ডিং, বিআরবি অফিসের ২য় তলা, হাটহাজারী, চট্টগ্রাম।
যোগাযোগ : ০১৮২১৯২৮৫৬০