মালিক সমিতির ধর্মঘট স্থগিত,মু্ক্তির আশ্বাস প্রশাসনের
একুশে জার্নাল
অক্টোবর ২৫ ২০১৮, ১৬:৩৯

চট্টগ্রাম -খাগড়াছড়ি রোডে বাস,ট্রাক পরিবহন শ্রমিকদের সকাল -সন্ধ্যা শ্রমিক ধর্মঘট গ্রেপ্তারকৃত চালককে আগামী রবিবার ছেড়ে দেওয়ার আশ্বাসে আজ বৃহস্পতিবার দুপুরে স্থগিত করেছে মালিক- শ্রমিক ধর্মঘট।
উত্তর জেলা বাস ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শামশুল আলম জানান,ডিসি মহোদয় আশ্বাস দিয়েছেন আগামী রবিবার আমাদের চালক দিদারুল আলমকে ছেড়ে দিবে। তাই আমরা ধর্মঘট স্থগিত করলাম।তবে মুক্তি না দিলে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হবে।
এর আগে সকালে ধর্মঘটের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বিবিরহাট, নতুন রাস্তায় সড়কের উপর বাস-ট্রাক ব্যারিকেড দিয়ে দূরপাল্লারসহ সব যান চলাচল বন্ধ করে দেয় চালক-মালিক সমিতির নেতা -কর্মীরা। ফলে দুর্ভোগে পড়ে শহরমূখী, শিক্ষার্থীসহ নানান পেশার সাধারণ মানুষ। দুপুরে ধর্মঘট স্থগিত হলে গাড়ী চলাচল স্বাভাবিক হয়।
বুধবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইটে বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিয়াউল হক মীরের মোবাইল কোর্ট পরিচালনার সময় সকাল ১১ টায় (হাটহাজারী স্পেশাল বাস সার্ভিস চট্টগ্রাম ব- ০৫ ০০১৩) সিরিয়ালের বাস চালক দিদারুল আলম (৬০) কে সিগন্যাল অমান্য করার দায়ে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দিদারুল আলম ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের খাছ মুহাম্মদ তালুকদার বাড়ীর মো. নুরুল ইসলামের পুত্র।
চালক গ্রেপ্তারের পর পর চট্টগ্রাম হাটহাজারীতে উক্ত রায়ের বিরোধীতা করে গত ২৪শে অক্টোবর বুধবার দিবাগত রাত ৮টায় বাসস্টেশন জিরো পয়েন্ট মোড়ে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা বাস মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন চালক মুক্তির দাবীতে ২৫শে অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাটহাজারী রাঙ্গামাটি- খাগড়াছড়ি মহাসড়কে পরিবহন ধর্মঘট পালনের ঘোষনা দিয়েছিলেন।