মারকাযুল কুরআন মাদ্রাসা চট্টগ্রাম এর দস্তারবন্দী ও দোয়া মাহফিল
একুশে জার্নাল ডটকম
মে ০৪ ২০১৯, ২১:০৪
কাজী শহিদুল্লাহ ওয়াহেদ: নগরীর বহদ্দারহাটস্থ মারকাযুল কুরআন মাদ্রাসার হিফজ সমাপনী
ছাত্রদেন দস্তারবন্দী (পাগড়ী প্রদান) উপলক্ষে
এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩ মে) রবিবার, সন্ধ্যা ৭টায় মারকাযের হল অডিটোরিয়ামে মাদ্রাসার শিক্ষা পরিচালক
হাফেজ মাওলানা বশির উদ্দিনের সঞ্চালনায় ও পরিচালক হাফেজ ক্বারী নাছির উদ্দিনের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
ছাত্রদের গুরত্ববহ নসিহত পেশ করেন চট্টগ্রাম দারুল মা’আরিফ আল ইসলামিয়ার সহকারী পরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলিল। এসময় তিনি ছাত্রদের তেলাওয়াত শ্রবণ করে ছাত্র শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিফজ সমাপনী ছাত্রদের সম্মাননা তথা পাগড়ী পড়িয়ে দেন। শেষে ছাত্র শিক্ষক মাদ্রাসা ও দেশবাসীর মঙ্গল কামনায় ও প্রাকৃতিক দুর্যোগ ফণীর অনিষ্ট থেকে রক্ষায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।