মারকাযুত আল আল ইসলামীর হিফজুল কোরঅান প্রতিযোগিতা ১৮ অনুষ্ঠিত
একুশে জার্নাল
ডিসেম্বর ০৩ ২০১৮, ১২:৫২
গত (২ডিসেম্বর) ফটিকছড়ি মারকাযুত তাহফিজ অাল ইসলামীর ব্যবস্থাপনায় হিফজুল কোরঅান প্রতিযোগিতা”১৮ অনুষ্ঠিত হয়। এতে ফটিকছড়ি পৌরসভার সম্মানিত জনাব মেয়র অালহাজ ইসমাঈল হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সম্মানিত সদস্য ও বিশিষ্ট সমাজসেবক জনাব অাখতার উদ্দীন মাহমুদ পারভেজ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম এ হায়াত, অাফছার উদ্দীন অাহমেদ, মাওলানা সলিম উদ্দীন দৌলতপুরী, মুফতি মিজানুর রহমান, সাংবাদিক এম অালী সিকদার, মাওলানা জসিম উদ্দীন, ডাক্তার জিয়াউল হক, বেলাল উদ্দীন সুমন ও জমির উদ্দীন প্রমুখ।
উক্ত হিফজুল কোরঅান প্রতিযোগিতায় পরিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্বারী মাওলানা অাবদুল মালেক, ক্বারী নিজাম উদ্দীন ও মুফতি ইমতিয়াজ।
পরীক্ষা নিয়ন্ত্রক ও সনদ লেখক হিসেবে ছিলেন লেখক ও গবেষক মাওলানা দৌলত অালী খান ও মাওলানা ইউছুফ অারমান নছিরী।
এ প্রতিযোগিতায় ১১৬ জন হাফেজ ছাত্র অংশ গ্রহণ করেন। বিজয়ীদেরকে সনদ, ক্রেস্ট ও অার্থিক সম্মানী প্রধান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা অালী অাকবর, এ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় অক্লান্ত পরিশ্রম করেন হাফেজ মাওলানা জামাল উদ্দীন। উল্লেখ্য যে, হাফেজ জামাল উদ্দীন ফটিকছড়ি মারকাযুত তাহফিজ অাল ইসলামীর প্রতিষ্ঠাতা পরিচালক। মহান অাল্লাহ এ প্রতিযোগিতাকে কবুল করুন।