মারকাজুল উলুম লন্ডনের সিরাতুন্নবী (সাঃ) সম্মেলন অনুষ্ঠিত।
একুশে জার্নাল
জুন ১৯ ২০১৮, ০২:০৬
রাসুল (সাঃ) এর আদর্শ মত আমাদের জীবন গড়তে হবে, মাওলানা তাফাজ্জুল হক হবীগঞ্জী।
গত ১৭ জুন রবিবার বিকেলে মারকাজুল উলুম লন্ডনের উদ্যোগে এক সিরাতুন্নবী (সাঃ) সম্মেলন অনুষ্ঠিত হয়। মারকাজুল উলুম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাতুন্নবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি,শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবীগঞ্জী।সম্মেলনে আরো বক্তব্যে রাখেন বিশিষ্ট মিডিয়া বেক্তিত্ব মুফতি আবদুল মুনতাকিম,বিশিষ্ট সাংবাদিক মুখলিসুর রহমান চৌধুরী,মারকাজুল উলুম মসজিদের ইমাম মাওলানা আবদুল মজিদ, মাওলানা শায়খ ছাইদ আলী, মাওলানা হাসান নুরুী চৌধুরী,মাওলানা সৈয়দ তামিম আহমদ, মুফতি মুতাহির সিদ্দিক, হাফিজ হোসেন আহমদ বিশ্বনাথী, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা এনামুল হক, মাওলানা হাফিজ সফিকুল হক,মাওলানা সাব্বীর আহমদ, হাফিজ মাওলানা রশিদ আহমদ, হাফিজ সাদিকুল ইসলাম,মাওলানা রোম্মান,মুফতি সৈয়দ রিয়াজ আহমদ,মাওলানা আমিরুল ইসলাম, বুলবুল আহমদ ও মাওলানা খালিদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা তাফাজ্জুল হক হবীগঞ্জী বলেন, রাসুল (সাঃ) এর আদর্শ মত আমাদের জীবন গড়তে হবে। নবীর (সাঃ)উত্তরসূরি উলামায়ে কেরামের দিক নির্দেশনা মত জীবন গঠন করতে হবে।আমরা যদি নবীর আদর্শ ত্যাগ করি আল্লাহ আমাদের কে নিশ্চিন্ন করে নতুন জাতি তৈরি করবেন যারা আল্লাহ রাসূলের পথে জীবন পরিচালনা করবে।তিনি বলেন বাতিলের বিরুদ্ধে সংগ্রামের জন্য যখন ডাক আসে তখনই সাড়া দিতে হবে। দুনিয়ার যেখানেই মানুষ নির্যাতিত, নিপিড়িত, সেখানেই মজলুমের পক্ষে আওয়াজ জোরদার করতে হবে।সম্মেলনে উলামায়ে কেরাম বলেন, রাসুল (সাঃ) তার জীবনে কখনো কোন বাতিলের সাথে আপোষ করেন নি। তিনি ছিলেন একজন সফল রাষ্ট্র নায়ক, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসুল, হযরত আদম (আঃ) থেকে শুরু করে মুহাম্মদ (সাঃ) পর্যন্ত সকল নবীগন ছিলেন উম্মতের পথ প্রদর্শক। পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবীগন হলেন আমাদের আদর্শ। মাওলানা শুয়াইব আহমদ সম্মেলনে অংশগ্রহণ করায় সকলের শোকরিয়া আদায় করেন এবং মারকাজুল উলুম লন্ডনে সকলের সহযোগিতা কামনা করেন।