মানুষকে সচেতনতায় পটিয়ার ইউ এনও,র খোলা চিঠি

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২০ ২০২০, ২১:২৭

এম হেলাল উদ্দিন (নিরব)
পটিয়া, চট্টগ্রাম।

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুরো পটিয়া বাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।গত বৃহস্পতিবার (১৯মার্চ) দুপুরে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগের মাধ্যমে এ চিঠি পোস্ট করেন তিনি।

খোলা চিঠিতে তিনি লিখেন, বিদেশ হতে আসা সকল ভাইয়েরা / বোনেরা, যে পরিবারের জন্য আপনার দীর্ঘদিন কষ্ট করে প্রবাস জীবন যাপন করেছেন, সেই পরিবারের
কথা ভেবে বিদেশ থেকে আসার পর ১৪ দিন পর্যন্ত নিজ গৃহে কোয়ারেন্টাইন -এ থাকুন।আপনার নিকট আপনজনদের /মা -বাবা / ভাইবোন কে আলিংগন করা থেকে বিরত ন্যুনতম তিন ফুট দূরত্ব বজায় রাখুন।আপনার তথ্য আমাদের উপজেলা হেল্পলাইন নাম্বারে ০১৭৩০৩২৪৪৫১ প্রদান করুন ।
আপনার সহযোগিতায় আমাদের এগিয়ে আসার সুযোগ দিন।আপনি যদি জ্বর /কাশি বা করোনা ভাইরাসে কোন উপসর্গ অনুভব নাও করে থাকেন, তারপর ও আপনাকে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন এ থাকতে হবে।
যাতে আপনার মাধ্যমে অন্য কেউ সংক্রমিতনা হতে না পারে।
তিনি আরো বলেন,হোম কোয়ারেন্টাইন সময়ে দয়া করে মসজিদে জামাত, মন্দিরে, গীর্জা,পূণ্য স্নান,ওরস শরীফ,ইত্যাদিতে হাজির হওয়া থেকে বিরত থাকুন।সৃষ্টিকর্তার নিকট ইবাদত করুন আপনার নিজ কক্ষে। আপনার ছোট শিশু , ভাই,বোন,আপনার বৃদ্ধ মা, বাবা/প্রাণপ্রিয় স্ত্রীর কথা ভেবে হলেও আমাদের কে সহযোগীতা করুন। আপনি অসুস্থ বোধ করলে বা মেডিকেল এটেনশনের প্রয়োজন হলে আমাদের কে ফোনে জানান।আমরা যোগাযোগ করবো। কোয়ারেন্টাইন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আতংকিত হয়ে ভীড় করার দরকার নেই।

তিনি আরো লিখেন,প্রিয় পটিয়াবাসী-সচেতন থাকুন।অযথা ভীড়, জনসমাগাম এড়িয়ে চলুন। বিভিন্ন ক্লাব/ কমিউনিটি সেন্টার / বিনোদন কেন্দ্রে জন সমাবেশ হতে পারে এমন যেকোনো আয়োজন থেকে দূরে থাকার জন্য বিনীত অনুরোধ করছি।