মানুষকে বাঁচাতে যা করা লাগে, সরকার তাই করবে; কাদের
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৮ ২০২০, ১৫:৫০

করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনে বাস চলাচলও বন্ধ করে দেয়া হবে। আপনাদের বলে রাখি, মানুষকে বাঁচাতে যা যা করা লাগবে, সরকার তাই করবে। করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনে কিছু কিছু জায়গা শাট ডাউন করে দেয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো জনসমাগম করা যাবে না। এ কারণে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছি। এছাড়াও করোনা ভাইরাস যেন সামনের দিকে আরও ভয়াবহ রূপ নিতে না পারে, সে জন্য সবাইকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান সেতুমন্ত্রী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা ভাইরাস টেস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। তাই করোনা টেস্টের ওপর আমরা জোর দিচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মোকাবিলায় মাস্ক, ওষুধ, কীটসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে।