মানিকছড়িতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১৬ ২০১৯, ১৪:৫৬
আমার রক্তে বাঁচবে প্রান, তবে কেন করবো না রক্তদান। এই স্লোগানকে সামনে রেখে নতুন রক্তদাতা খোঁজে রাত-দিন কাজ করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা, একদল রক্তমানব তারুণ্য।
তারই ধারাবাহিকতা মানিকছড়ি ব্লাড ডোনারস্ এসোসিয়েশন এবং সিটিজি ব্লাড ডোনার্স এর সহযোগিতায় নবীন সংঘের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে ।
(১৪ই আগস্ট)বুধবার, মানিকছড়ি উপজেলার ছদুরখীলে নবীন সংঘ নামক একটি স্থানীয় সংগঠনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন করা হয়। এতে অন্তত ৪০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই কর্মসূচির উদ্ভোধন করেন স্থানীয় কমিউনিটি ক্লিনিক ডাক্তার মোঃ মনির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন মোঃ খালেদ হাসান, তাজুল ইসলাম, রবিউল আহমেদ, মাইনুদ্দিন রাফি, মাহমুদুল হাসান, মোঃ জাকারিয়া, মোঃ রাশেদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সিটিজি ব্লাড ব্যাংকের এর এডমিন মোঃ খালেদ হাসান বলেন বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার রোগী হাসপাতালে রক্তের অভাবে পড়ে থাকে, আমরা সর্বদায় চেস্টা করি যাতে রক্তের অভাবে কোন রোগী হাসপাতালে পড়ে থাকতে না হয়, আমরা রক্তদাতা নিয়ে ছুটে যাই রক্তের অভাবে পড়ে থাকা রোগীর কাছে। এসময় তিনি ১৮ থেকে ৪৫ বছর এর সকল সুস্থ মানুষকেই স্বেচ্ছায় রক্তদানের জন্য আহবান করেন।



