মানিকছড়িতে পিকআপ ভ্যান উল্টে ১ যাত্রী নিহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০৬ ২০১৯, ১২:৩৬

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, আজ ভোর ৬টার দিকে খাগড়াছড়ি হতে একটি পিকআপ যোগে মানিকছড়ির তিনট্যহরি রবি টাওয়ারের জেনারেটর নিয়ে যাওয়ার সময় তিনট্যহরি মুহিউস সুন্নাহ মাদ্রাসার সামনে পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই হাসমত আলী(২৫) নামে একজন মারা যায়।

নিহত হাসমত আলী গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার পদ্যপতি গ্রামের রাশেদ মিয়ার ছেলে।

এঘটনায় গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার পদ্যপতি গ্রামের মৃত তুজা মিয়ার ছেলে মোঃ শাহ আলম (৪৫) ও ফরিদপুর জেলার বাচ্চু মিয়ার ছেলে মোঃ রাজু (২০) আহত হয়েছেন।

আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মানিকছড়ি সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে বলে জানা গেছে।

মানিকছড়ি থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।