মানিকগঞ্জ জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি
একুশে জার্নাল
জুন ০৯ ২০২০, ২১:৪৮
মিলন মাহমুদ (মানিকগঞ্জ): আজ ৯ জুন রোজ মঙ্গলবার মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আখন্দের তথ্য মতে জেলায় গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ বা করোনা পরীক্ষা করা হয়েছে ২৬৮ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে ১৬ জনের।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬১ জন। করোনায় মৃত্যুবরণ করেছে ২ জন এবং করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ১১ জন।
জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩২৮ টি, মোট আক্রান্ত ৩৬১ জন এবং মোট সুস্থ ১০২ জন।
বর্তমানে আক্রান্ত ২৫৯ জন রোগীদের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ২৭ জন। বাকির সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছে। আক্রান্ত সকলের শারীরিক অবস্থা ভালো।