মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৯ ২০২০, ২১:২৪

মিলন মাহমুদ (মানিকগঞ্জ): করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ হতে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত মানিকগঞ্জ জেলা কমিটির সিদ্ধান্তে আজ ১৯ এপ্রিল ২০২০ ইং রবিবার মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেছেন।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন থাকাকালীন এ অঞ্চলের জনসাধারণ অতি প্রয়োজন ব্যতিত বাড়ির বাইরে যেতে পারবে না। অন্য জেলা হতে কোন ব্যক্তি এ জেলায় প্রবেশ অথবা এ জেলা থেকে অন্য জেলায় কোনভাবেই গমন করতে পারবে না।

সন্ধ্যা ৬ টা হতে ভোর ৬ টা পর্যন্ত জনসাধারণ বাড়ির বাইরে যেতে পারবে না।

তবে জরুরি সেবা(বিদ্যুৎ,গ্যাস,পানি,ফায়ার সার্ভিস,টেলিযোগাযোগ ,) চিকিৎসা সেবা, ঔষুধ সরবরাহ, কৃষি পন্য ও খাদ্যদ্রবাদি পরিবহন, কাঁচামাল দুগ্ধজাত পন্য পরিবহন সহ প্রেস মিডিয়া কর্মীদের যাতায়াত লকডাউনের আওতামুক্ত থাকবে।

উক্ত আদেশ অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কে প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন -২০১৮(২০১৮ এর ৬১ নং আইন ১১(১)(২) ধারায় কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ জেলার করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম ফেরদৌসের নেতৃত্বে মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।