মানিকগঞ্জে সিংগাইরে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাত্রলীগের খাদ্যসমাগ্রী বিতরণ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৮ ২০২০, ১৯:৫১


মিলন মাহমুদ( মানিকগঞ্জ): মানিকগঞ্জ -২ আসনের এম.পি জনাব মমতাজ বেগমের নির্দেশে সিংগাইর উপজেলা ছাত্রলীগ শনিবার (২৮ মার্চ) উপজেলার প্রায় ১০০ টি হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিংগাইর সরকারি কলেজের ছাত্র-সংসদের ভিপি ফারুক হোসেন মিরুর নেতৃত্বে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ রবিউল আলম উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রবিন খান,দপ্তর সম্পাদক টিপু সুলতান সহ আরো বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভিপি ফারুক হোসেন মিরু একুশে জর্নালকে জানায়-করোনা ভাইরাসের কারনে দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষ গুলো কষ্টে আছে, এ কারনে আমাদের এম.পি -সিংগাইর হরিরামপুরের উন্নয়নের রুপকার জনাব মমতাজ বেগমের নির্দেশে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রান বিতরণ করছি এবং আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় প্রতিটি পরিবারকে ২ কেজি চাল,১ কেজি আলু,১ কেজি পেঁয়াজ,১ কেজি লবন, ও আধা কেজি ডাল সহ ১ টি করে সাবান বিতরণ করেন।