“মানিকগঞ্জে তাবলিগ জামায়াতফেরত ৫৪ জন হোম-কোয়ারেন্টিনে”

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৬ ২০২০, ১৯:২৬

মিলন মাহমুদ (মানিকগঞ্জ): মানিকগঞ্জে তাবলিগ জামায়ত ফেরত ৫৪ জন মুসল্লিকে হোম-কোয়ারেন্টিনে রেখেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন।

গতকাল (৫ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর জেলা থেকে ফেরার পথে সিংগাইর পুলিশ চেকপোস্টে দুটি পিক-আপ ভ্যান থেকে তাদের আটক করা হয়। আটককৃত সকলেই মানিকগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।

উল্লেখ্য যে গত শনিবার মানিকগঞ্জের সিংগাইরে তাবলিগ জামায়াতের এক মুসল্লী ও সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হেলথ ইনস্পেক্টর সহ মোট তিন জনের দেহে করোনা সনাক্ত হওয়ায় সিংগাইর থানা পুলিশ বিশেষ সতর্কতার জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছেন এবং পৌর এলাকা লকডাউন করে রেখেছেন।

এমতাবস্থায় গতকাল রাতে দুটি পিকআপে মুসল্লীদের দেখে পুলিশ গাড়ি থামিয়ে তাদের আটক করেন। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের নির্দেশনায় আটককৃতদের মানিকগঞ্জ আঞ্চলিক জনসংখ্যা ইনিস্টিউটে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম ফেরদৌস জানান- স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদেরকে যত্নসহকারে পর্যবেক্ষন করছেন এবং ১৪ দিন পর্যবেক্ষনের পর তাদের অবস্থার উপর ভিত্তি করে ছেড়ে দেয়া হবে।