মানিকগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
একুশে জার্নাল
মে ২০ ২০২০, ২০:০২

মিলন মাহমুদ (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই জন নিহত হয়েছে।
২০ মে বুধবার সাকাল ১১টায় এ দূর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পাটুরিয়ামুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। অপর আরেক আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন।
আহত ব্যক্তিকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।