মানিকগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা, আদালতে আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৯ ২০২০, ১৪:৫৫

মিলন মাহমুদ (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ি গ্রামের কৃষক মোকসেদ আলীকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে ওই এলাকার মো. সাগর। শনিবার দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ নিহত মোকসেদ আলী(৫৫) রাতের খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। কোন খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই দিনই দুপুরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে হিজলাইন এলাকার কালিগঙ্গা নদীর পাশে কাঁশবনে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগন।
পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় গত ১৭ মার্চ নিহত মোকসেদের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার বলেন, মুঠোফোনের সূত্র ধরে (২৭ মার্চ) শুক্রবার সকালে সিঙ্গাইরের জামশা এলাকা থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেন পুলিশ। তার নাম মো.সাগর(৪১), তিনি মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামের মৃত দোয়াত আলীর ছেলে।
এরপর (২৮-মার্চ)শনিবার তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল রাফিন সুলতানার আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।