মানিকগঞ্জে একদিনে ২৪ জন করোনায় আক্রান্ত; মোট আক্রান্ত ১৭৩ জন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০১ ২০২০, ১৪:০১

মিলন মাহমুদ (মানিকগঞ্জ): মানিকগঞ্জ জেলায় ৩১ মে রোজ রবিবার একদিনে নতুন করে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭৩ জনে।

আজ ১ জুন সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জনাব আনোয়ারুল আমিন আখন্দ।

তিনি আরো জানান -নতুন আক্রান্ত ২৪ জনের মধ্য সিংগাইর উপজেলার ১১ জন, মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলার চারজন করে, সাটুরিয়া উপজেলায় তিনজন এবং শিবালয় উপজেলার রয়েছেন দুজন।

তিনি বলেন, এ পর্যন্ত মোট ২৫১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর মধ্যে ২১৪১টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১৭৩ জনের দেহে। আক্রান্তদের মধ্যে ২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ১১২ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। অন্যরা সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১২১ জনের কভিড-১৯ টেস্ট হয়েছে। এতে ২৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

এ পর্যন্ত জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আটজন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী ও এক কিশোর। এ ছাড়া, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন দুজন। একজন হরিরামপুরে এবং অন্যজন সিংগাইর উপজেলায়।