মানিকগঞ্জে একজনের মৃত্যুতে পুরো গ্রাম লকডাউন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৫ ২০২০, ১৯:০৮

মিলন মাহমুদ (মানিকগঞ্জ): মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইজোরি গ্রামকে করোনা ঝুকিপূর্ণ সন্দেহে পুরো গ্রাম লকডাউনের আওতাভুক্ত করেছে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসন।

উক্ত গ্রামের আলমগীর হোসেন (৪৯)নামে এক ব্যাক্তি আজ(২৫-শে মার্চ) মৃত্যুবরণ করেন যার মৃত্যুর সাথে করোনা ভাইরাস আক্রান্তের সকল উপসর্গ মিলে যায়।

মৃত আলমগীর হোসেন ঢাকা মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে ক্যাশিয়ার পদে নিযুক্ত ছিলেন।

কিছুদিন আগে শারীরিক অসুস্থতা অনুভব করলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক তার লক্ষন বিবেচনা করে ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেন।পরে তিনি গ্রামে চলে আসেন।

মঙ্গলবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বুধবার তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরন করেন।

বুধবার নিজ গ্রামের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।অনেকটা স্বাভাবিকভাবেই তার দাফনকাজ সম্পন করেন স্বজনরা ও এলাকাবাসী।

খবর পেয়ে উপজেলা সিভিল সার্জন,উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃত্যুর কারন অনুসন্ধান করতে গিয়ে করোনা ভাইরাসের উপসর্গের আলামত পাওয়া যায়।

পরে তাৎক্ষণিকভাবে পুরো এলাকা লকডাউন করে দেয়া হয় এবং মৃত ব্যাক্তির আত্মীয় ও জানাজায় যারা উপস্থিত ছিলো তাদের তালিকা তৈরি করে প্রতিটি পরিবারকে হোম কোয়ারান্টাইন এ থাকার নির্দেশ দেয়া হয়।পাশাপাশি সকলকে অপ্রয়োজনে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়।

এ ঘটনায় আতংকিত গ্রামবাসী ও মৃত ব্যাক্তির স্বজনেরা।