মানিকগঞ্জের সিংগাইরে পিকআপ চাপায় দুই বোন নিহত
একুশে জার্নাল
জুন ১২ ২০২০, ০০:৩৮

মিলন মাহমুদ (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা-বাস্তা গ্রামে পিক-আপের ধাক্কায় সুবর্না (৯)এবং ইশা(২) নামে দুই বোন নিহত হয়েছে।
নিহত দুই বোন উপজেলার পশ্চিম বাস্তা গ্রামের ইসরাফিলের কন্যা।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়- (১১ জুন) বৃহস্পতিবার মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিকাল ৩ টায় স্থানীয় বাস্তা গাজিন্দা মাদ্রাসার কাছে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এ সময় দুই বোন নিজ বাড়ির কাছেই দাঁড়িয়ে ছিলো। সিংগাইর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা-মেট্টো-ন-১৩-৬৫৭২) নিয়ন্ত্রণ হারিয়ে সূবর্না ও ইশাকে চাপা দিয়ে তাদের বাড়ির পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় বড় বোন সুবর্না। আহত অবস্থায় ছোট বোন ইশাকে সাভারের একটি হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট বোন ইশা।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে।
বেপরোয়া গাড়ি চালানো ও চালকের অদক্ষতাকে দায়ী করে ভবিষ্যতে যাতে আর কারো বুক এভাবে খালি না হয় এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।