মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
একুশে জার্নাল
অক্টোবর ১৭ ২০২০, ১২:৪০
মিলন মাহমুদ (মানিকগঞ্জ): মানিকগঞ্জ জেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর উপজেলার মিতরা বাস স্ট্যান্ডের কাছে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ ১৭ অক্টোবর শনিবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মির্জা আব্দুল্লাহ আবিদ সিদ্দিক। তিনি মাগুরা সদরের স্টোডিয়াম পাড়া এলাকার কৌসিক সিকদারের ছেলে। সে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান- সকাল ৯ টার দিকে ঢাকাগামি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক মোটরসাইকেল(মাগুরা ল-১১৩৪৯৮) আরোহীকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ট্রাকটির পিছু নিলে গারাদিয়া ব্রীজে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায় এবং গ্যাস সিলিন্ডার রাস্তায় ছড়িয়ে পরে। অবস্থা বেগতিক দেখে ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।
খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং লাশ সনাক্তের কাজ করে।লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য যে এ আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত এমন ভয়াবহ দূর্ঘটনা ঘটে চলেছে। দ্রুত এর একটি সমাধান চায় এলাকাবাসী।