মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত ; আহত ৩
একুশে জার্নাল
অক্টোবর ১৩ ২০২০, ১৯:৫১
মিলন মাহমুদ (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গাবতলি – মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় ট্রাক সিএনজি সংঘর্ষে ৭ মাসের শিশু সহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে আরো ৩ জন।
আজ ১৩ অক্টোবর মঙ্গলবার আনুমানিক বিকাল ৫ টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধামরাই এলাকার বাসিন্দা নাজিমুদ্দিন(৫০) এবং সাভার এলাকার রুমানা বেগমের ৭ মাসের শিশুকন্যা ইরফা।
পত্যক্ষদর্শীরা জানান- হেমায়েতপুর থেকে সিংগাইরমী ৫ জন যাত্রী নিয়ে আসা সিএনজিকে ঢাকাগামী একটি ট্রাক সজোড়ে ধাক্কা দিলে সিএনজিটি রাস্তা থেকে নিচে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে শিশুসহ দুই জন নিহত হয়। মুমূর্ষু অবস্থায় সিএনজির আরো ৩ জন যাত্রীকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। চালক ও হেলপারের খোঁজ পাওয়া যায়নি।