মানিকগঞ্জের সিংগাইরে ছাত্রী ধর্ষনের অভিযোগে শিক্ষক গ্রেফতার

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৬ ২০২০, ১১:১০

অভিযুক্ত শিক্ষক সাইফুল

মিলন মাহমুদঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষনের অভিযোগে গতকাল এক শিক্ষককে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।

অভিযুক্ত শিক্ষকের নাম সাইফুল ইসলাম। তিনি চারিগ্রাম ইউনিয়নের আত্রাইল গ্রামের মাসম আলীর ছেলে।
সে উক্ত বিদ্যালয়ে ২ বছর যাবৎ খন্ডকালীন শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলো।

বিদ্যালয়ের অদূরে তার নানা বাড়িতে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতো সে। গত ডিসেম্বরে দশম শ্রেণীর এক ছাত্রীকে নানা প্রলোভন দেখিয়ে সে ধর্ষন করে। ঘটনাটি লজ্জায় প্রকাশ করেনি ছাত্রী। এর পর থেকে মানসিক চাপে সে আত্মহননের চেষ্টা করে। পরে তার ডায়েরি থেকে ধর্ষনের আলামত মিলে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিষয়টি সিংগাইর থানা পুলিশকে জানায়।সিংগাইর থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক জানায়- বিষয়টি মামলায় প্রক্রিয়া চলছে এবং তদন্তের মাধ্যমে দোষীকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া হবে।

এ ঘটনায় উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।