মানিকগঞ্জের সিংগাইরে খাবার খেয়ে একই পরিবারের ৮ জন অজ্ঞান, ১ জনের মৃত্যু
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১১ ২০২০, ১৭:৫৬
মিলন মাহমুদ (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরের শায়েস্তা ইউনিয়নের মুসলেমাবাদ গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হকের পরিবারে রাতের খাবার খেয়ে অজ্ঞান হয়ে যাওয়া ৮ সদস্যের ১ জনের মুত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর রাতের খাবার খেয়ে চেয়াম্যানের পরিবারের ৮ জন সদস্য অজ্ঞান হয়ে পড়লে তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে চেয়ারম্যানের ছোট বোন ও একই ইউনিয়নের গোপালনগর গ্রামের মরহুম সামছুল মৃর্ধার স্ত্রী সেলিনা (৫৬) ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ঢাকার শহীদ শোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এছাড়াও চেয়ারম্যানের পিতা মকবুল হোসেন ঢাকার সমরিতা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন।
অজ্ঞান অন্য ৬ সদস্য সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসক সূত্রে জানা যায় , প্রাথমিক ধারনায় চেতনা নাশক ঔষুধ প্রয়োগ করা হতে পারে খাবারে এবং সে খাবার খেয়ে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে কোন অভিযোগ কিংবা মামলা হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
পরিবারের সদস্যদের দাবি, অসৎ উদ্দেশ্য দুবৃর্ত্তরা রাতে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মেশিয়ে রাখে। যে খাবার খেয়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে।