মানিকগঞ্জের-সিংগাইরে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক হ্যান্ডবিল বিতরণ
একুশে জার্নাল
মার্চ ১৭ ২০২০, ২২:০১

মিলন মাহমুদ (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা মূলক হ্যান্ডবিল বিতরন করা হয়।
এ সময় সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান,উপজেলা নির্বাহি অফিসার রুনা লায়লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খান, সহ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে রাস্তায় দাড়িয়ে সাধারণ জনগনের মাঝে এ কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়াও সিংগাইরের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের পক্ষ হতে জনসাধারণের হাত ধোঁয়ার জন্য সার্বক্ষনিক পানি ও সাবান সরবরাহের বিশেষ ব্যাবস্থা করা হয়।
বর্তমান বিশ্বে করোনা এক মহামারী রুপ ধারন করেছে।এ মহামারী থেকে জনসাধারণকে সতর্ক থাকার লক্ষ্যেই সতর্কতামূলক বিভিন্ন করনীয় ও বর্জনীয় বিষয় সম্বলিত হ্যান্ডবিল বিতরন করা হয়।