মানিকগঞ্জের ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৩ ২০২০, ২০:৩৫

মিলন মাহমুদ (মানিকগঞ্জ): মানিকগঞ্জের ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে ফেরদৌস(১৫)নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠান আদালত।

গ্রেফতার মো. ফেরদৌস ঘিওর উপজেলার সিংজুড়ী ইউনিয়নের মোহম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫ বছরের ওই শিশুকে সোমবার বিকালে নিজ বাড়িতে ঢেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী ফেরদৌস। এসময় বাড়িতে অন্য কেউ ছিলো না।পরে শিশুটি তার মাকে ঘটনা জানায়।

সন্ধ্যায় শিশুটির চাচা বাদী হয়ে ঘিওর থানায় মামলা দায়ের করলে রাতেই ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে জেলহাজাতে পাঠান বিচারক।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাবইন্সপেক্টর মোঃ সালাম জানান, আসামী ফেরদৌস একটি অটোগ্যারেজে কাজ করেন।নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে।তার ডাক্তারি পরীক্ষা এবং আদালতে জবানবন্দি রের্কড করা হয়েছে।