মানব সেবা করতে গিয়ে মৃত্যু হলেও কোন দুঃখ থাকবে না- ডাঃ কে ,এম,এম আলী আকবর

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১১ ২০২০, ০৮:৫৪

ডাক্তারদের সংঘঠন বিজিডিএকেএস রেজিঃ নং এস ১২০৯৫/২০১৫ বালাগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ কে.এম.এম আলী আকবর।
একুশে জার্নালের সাথে মহামারী করোনা বিষয়ে একান্ত সাক্ষাৎকার।
একুশে জার্নাল, করোনা ভাইরাসের ভয়ে বড় বড় ডাক্তাররা ঘর থেকে বের হচ্ছেন না এমতাবস্থায় আপনি কেন জীবনের ঝুঁকি নিয়ে রুগি দেখছেন এবং নিয়মিত চেম্বারে বসছেন?
এমন প্রশ্নের উত্তরে ডাঃ কে এম এম আলী আকবর বলেন আমি একজন ডিপ্লোমা চিকিৎসক,মনবতার সেবায় কাজ করতে গিয়ে দেশের সধারণ মানুষদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাতেও আমার কোন দুঃখ থাকবেনা । কারন একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে আল্লাহর প্রতি অবিচল আস্তা বিশ্বাস রেখে বলতে পারি মানবতার সেবা করতে গিয়ে মৃত্যু হলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তিনি আরো বলেন বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসকরাই জনগনের সেবা দিয়ে আসছেন। কাজেই বাংলদেশের সকল স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের নিয়ে এবং গ্রামেগঞ্জে সকল প্রাথমিক চিকিৎসকদের মাধ্যমে কোভিড ১৯ করোনা ভাইরাসের বিষয়ে জনসচেতনমূলক প্রাথমিক টেষ্ট করিয়ে সেবা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান । প্রাথমিক টেষ্ট করোনা শনাক্ত হওয়ার পরে এলাকাবাসীর কাছ থেকে সরিয়ে ঐ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হবে । এভাবে জনসচেতনতা মূলক কাজ সৃষ্টি হলে গ্রাম তথা পুরো দেশকে মহামারী করোনা ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করেন।
তিনি বর্তমানে চেম্বার করেন বালাগঞ্জ নিশাত মেডিকেল হলে প্রতি শুক্রবার ও গোয়ালাবাজার হাজী মার্কেটে দেব ফার্মেসিতে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার।
তিনি বলেন চেম্বারের নির্দিষ্ট সময়ের বাইরে ২৪ ঘন্টা নিজেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।