মানব সেবায় ‘অর্পন বাংলাদেশ’ ইতিমধ্যেই অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৫ ২০১৮, ১৮:০৮

‘যুক্তরাজ্য অর্পন’ এর মাসিক সভা ১৪ই আগস্ট সন্ধ্যায় হুয়াইট চ্যাপলের রুচি রেস্টুরেন্টে অনুস্টিত হয়েছে।

যুক্তরাজ্য অর্পন এর প্রধান সমন্নয়ক জসিম উদ্দিন সেলিম এর সভাপতিত্বে এবং সমন্নয়ক ইব্রাহীম মিয়ার পরিচালনায় অনুস্টিত সভার উপস্তিত ছিলেন অন্জনা আলম , লুনা সাবিরা,
আলম ,লাকী আহমেদ ,পিনাক রহমান ,সুজান আহমেদ
সভায় বক্তারা বাংলাদেশ অর্পন এর ভূয়শী প্রশংসা করে বলেন ,দেশের যে কোন দূর্যোগময় মুহুর্তে অর্পন এর প্রত্যেক সদস্যরা আর্ত মানবেতার সেবায় মানুষের কল্যানে দেশে প্রত্যান্ত অন্চলে কাজ করে যাচ্ছে । মাত্র ৩ বছরে অর্পন বাংলাদেশ মানব কল্যানে যে কাজ করেছে , ভবিষ্যতে তা দৃস্টান্ত হিসাবে আমাদের কাজে আসবে । সভায় বক্তারা যুক্তরাজ্য অর্পনকে মানব কল্যানে চরিয়ে দেওয়ার জন্য সদস্য বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহন করা হয় । এবং শীঘ্রই ইউ কে এর বিভিন্ন শহরে সভা করার সিদ্ধান্ত গ্রীহিত হয় । আগামীতে সবাইকে আর গুরুত্ব সহকারে অর্পন এর কাজে এগিয়ে আসার আহবান জানানো হয় ।