মাধবপুর পৌর বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০১ ২০২০, ১৬:৫২

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পৌর বি,এন,পির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল ১১ টায় মাধবপুর পৌর শহরের বিএনপির দলীয় অফিসে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাধবপুর বিএনপির আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল-রনির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, হাজী ফিরোজ মিয়া, বাবুল হোসেন, টিটু চৌধুরী , সদস্য হাবিবুর রহমান মানিক, উপজেলা যুবদল নেতা মশিউর রহমান মুর্শেদ, যুবনেতা শেখ ইমন, জনি পাঠান, যুবনেতা ইমদাদুল হক সুজন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ জাহান রনি, জুলহাস উদ্দিন রিংকু, যুবনেতা জসিম সিকদার প্রমুখ। তাছাড়া আরও উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাংবাদিক রাজীব দেব রায়, সাংবাদিক হামিদুর রহমান, সাংবাদিক শেখ জাহান রনি।

অপরদিকে মাধবপুর পৌর বিএনপি শহরের বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয়।