মাধবপুর পৌরসভার রাস্তার ধুলোবালিতে করোনার আশংকায় আতঙ্কিত এলাকাবাসী
একুশে জার্নাল ডটকম
মার্চ ২১ ২০২০, ১৯:৪২

শেখ জাহান রনি,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌরসভার শিবপুর-গুমুটিয়ার রাস্তার কাজ প্রায় বছর ২ আগে শুরু করলেও এখন পর্যন্ত শেষ করতে পারেনি কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদার।
খানাখন্দে ও মাত্রাতিরিক্ত ধূলোবালির কারণে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তায় যাতায়াতকারী সর্বসাধারণের।স্থানীয়রা জানান, বিশ্বব্যাপী যখন প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় মানুষ দিশেহারা। ঠিক তখনই দেশের জনগনের প্রতি বাংলাদেশ সরকারের পরামর্শ সচেতন থাকার। বিশেষ করে জনসমাগম,গণজমায়েত ও ধুলোবালি থেকে নিরাপদ দুরত্বে থাকা। কিন্তু,উল্লেখিত ওই রাস্তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ঘুমে বিভোর।রাস্তার কাজ ধীর গতিতে চলছে।সারাদিনে ও দেওয়া হয়না কোন পানি।যে কারণে প্রতিনিয়ত ধুলার কবলে পড়ছে জনসাধারন।
রাস্তার আশপাশের বাড়ি-ঘরের মানুষজন ও ধূলায় অতিষ্ট।নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।’এ যেন মরার উপর খড়ার ঘা’।
ওই এলাকার লোকজন করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত হয়ে হতাশাগ্রস্হ হয়ে পড়েছেন।
চলছে গাড়ী উড়ছে ধূলা।ধূলোবালির কারণে বায়ু দুষণ।আর বায়ূ দূষণ ও চোখ এবং শ্বাসতন্ত্রের ক্ষতি নিয়ে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান লরেন্স বের্কলি ন্যাশনাল ল্যাবরেটরি বলছে, রাসায়নিক মিশ্রণ আছে, এমন দুষিত বায়ুর সংস্পর্শে থাকলে চোখ, নাক বা গলার সংক্রমণ বা ক্ষতির কারণ হতে পারে।
সেই সঙ্গে ফুসফুসের নানা জটিলতা, যেমন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, মাথাব্যথা, অ্যাজমা এবং নানাবিধ অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।
বায়ু দূষণের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন বায়ু দূষণের মধ্যে থাকলে বা এরকম পরিবেশে কাজ করলে ফুসফুসের ক্যান্সার এবং হৃদরোগের দেখা দিতে পারে।
এমনকি সেটা মস্তিষ্ক, লিভার বা কিডনির দীর্ঘমেয়াদি সমস্যাও তৈরি করতে পারে।
এলাকাবাসী খুব তাড়াতাড়ি এই অসহনীয় ধুলার কারণে দুষিত বায়ুর কবল থেকে বাঁচতে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।