মাধবপুরে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ নারী আটক
একুশে জার্নাল ডটকম
মার্চ ১১ ২০২০, ১৬:৪৪
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার ১১ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এস আই মোঃ রাহাদ খাঁন মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে মনোয়ারা বেগম (৪০) কে আটক করে।
পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। মহিলা কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের শরীক্কা হাটির আবুল কাশেমের স্ত্রী।
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহম্মেদ সত্যতা নিশ্চিত করে জানান, মনোয়ারার বিরুদ্ধে ভৈরব থানায় ৪টি ও নরসিংদী শিবপুর মডেল থানায় একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক মামলার প্রস্তুতি চলছে।