মাধবপুরে সায়হাম গ্রুপের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির
একুশে জার্নাল
মার্চ ০৩ ২০২০, ১৭:৩১

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যোগে জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজারের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ মার্চ সকালে সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান এ শিবিরের উদ্বোধন করেন।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামিম, মৌলভীবাজার অন্ধ কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ডাঃ সৈয়দ মোঃ মুসাহিদ , সৈয়দ সঈদউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান , প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজি, মাধবপুর পৌরসভার বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান মানিক সহ প্রমূখ।