মাধবপুরে সাংবাদিক জাহের মিয়ার স্মরণে মিলাদ মাহফিল ও শোকসভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৯ ২০২০, ১৯:৪৫

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সিনিয়র সাংবাদিক জাহের মিয়া ফকিরের স্মরনে মাধবপুর থানা প্রেসক্লাবের উদ্দ্যোগে রবিবার (৯ আগষ্ট) কার্যালয়ে মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় সিনিয়র মরহুম জাহের মিয়া ফকিরের পেশাগত দায়িত্ব পালনের কর্মবহুল জীবনির উপর বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল-রনি, সহ-সভাপতি হিরেশ ভট্রাচার্য, আইয়ুব খান, রাজিব দেব রায়, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, কাউসার আহমেদ, অলিদ মিয়া, সুব্রত দেব রায়, কে এম, শামসুল হক, মিজানুর রহমান অনিক প্রমুখ।

মিলাদ মাহফিলে সাংবাদিক জাহের মিয়া ফকিরের মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শোক সইয়ে নেওয়ার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও. হাসান মির্জা । এসময় মাধবপুরের কর্মরত সাংবাদিকরা উক্ত মিলাদ মাহফিল ও শোক সভায় অংশ গ্রহন করেন। শোক সভায় মরহুম জাহের মিয়ার পরিবারের সদস্যদের সবধরনের খোজঁখবর রাখার জন্য সকল সাংবাদিকরা ঐক্যমত পোষন করেন।